শ্রীনগরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
প্রকাশ : 2022-04-18 10:30:04১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
শ্রীনগরে পানিতে ডুবে মো. আব্দুল্লাহ নামে প্রায় দুই বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার সকালের দিকে উপজেলার কুকুটিয়া ইউনিয়নের রানা গ্রামে এ ঘটনা ঘটে। শিশু আব্দুল্লাহ ওই গ্রামের আল-আমিনের পুত্র ও আব্দুর রব মিস্ত্রীর নাতি।
স্থানীয় সূত্রে জানা যায়, পরিবারের লোকজনের অগচরে শিশুটি খেলার ছলে বাড়ির পশ্চিম পাশের একটি পুকুরের পানিতে ডুবে যায়। পরে এলাকাবাসী পুকুর থেকে শিশুরটির মরদেহ উদ্ধার করেন।
স্থানীয় ইউপি সদস্য মো. নজরুল ইসলাম শেখ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় শিশুটির পরিবারসহ পুরো গ্রামে শোকের ছাঁয়া নেমে এসেছে।