শ্রীনগরে নতুন করে ১৬ জনের করোনা শনাক্ত

প্রকাশ : 2021-07-11 08:58:45১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

শ্রীনগরে নতুন করে ১৬ জনের করোনা শনাক্ত

শ্রীনগরে নতুন করে ১৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে ১০ জন পুরুষ ও ৬ জন নারী। ৪৩টি নমুনা পরীক্ষায় শনিবার আক্রান্তের এই সংখ্যা পাওয়া গেছে। শতকরা হিসাবে এই হার ৩৭.২০ ভাগ। এনিয়ে শ্রীনগর উপজেলায় মোট ৭২৪ জনের করোনা শনাক্ত হলো। তাদের মধ্যে সুস্থ্য হয়েছেন ৬১২ জন ও মৃত ৭ জন।

শ্রীনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রেজাউল হক জানান,নতুন শনাক্তদের মধ্যে শ্রীনগর, জশুরগাও, সোন্দারদিয়া, সিংপাড়া, কুশরীপাড়া, কেয়টখালী, ষোলঘর, হাঁসাড়া, বাড়ৈখালী ও রাঢ়িখালের ১ জন করে পুরুষ এবং সোন্দারদিয়া, আটপাড়া, ফইনপুর, শ্রীনগর, দামলা ও মথুরাপাড়া গ্রামরে ১ জন করে নারী রয়েছেন। তিনি সকলকে স্বাস্থ্য বিধি মেনে করোনা ভাইরাস থেকে দুরে থাকার আহবান জানান।