শ্রীনগরে তিন ফসলি কৃষিজমি ভরাটের প্রতিবাদে মানববন্ধন 

প্রকাশ : 2024-11-18 17:03:22১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

শ্রীনগরে তিন ফসলি কৃষিজমি ভরাটের প্রতিবাদে মানববন্ধন 

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার তন্তর, সিংপাড়া ও পাড়াগাঁও মৌজার ত্রি-ফসলী কৃষিজমি ভরাট করে অবৈধ আবাসন প্রকল্প গড়ার প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। সোমবার সকাল ১০টায় উপজেলার তন্তর ইউনিয়নের ৯৷ নম্বর রোডে ইউনিয়নবাসীর আয়োজনে এ মানববন্ধন করা হয়। 

মানববন্ধনে কৃষকসহ উপস্থিত বক্তারা বলেন, ভুমিদুস্যুরা অবৈধ আবাসন প্রকল্পের নামে ত্রি- ফসলী কৃষিজমি ভরাট করে আবাসন গড়ে তুলছেন। এতে দিনদিন আমাদের কৃষিজমি পরিমাণ একেবারেই কমে যাচ্ছে। বালিটা গ্রামের আঃলীগ নেতা মামুন খান ও সোন্দারদিয়া গ্রামের লিয়াকত খান গোল্ড সিটি নামক আবাসন প্রকল্পের নামে তন্তর, সিংপাড়া ও পাড়াগাঁও মৌজার শত শত একর ত্রি-ফসলী কৃষিজমি ভরাট করছেন। আমরা প্রশাসনের কাছে দ্রুত এই কৃষিজমি ভরাট বন্ধ করার আহবান জানাচ্ছি। সেই সাথে কেউ যাতে আর কৃষিজমি ভরাট করতে না পারে সে লক্ষে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। 

এসময় উপস্থিত ছিলেন, খাল বিল রক্ষা কমিটির নেতা জাহাঙ্গীর হোসেন, জয়নাল আবেদীন,কৃষক নেতা জিল্লুর রহমান, রফিকুল ইসলাম দিপু, অনিক ইসলাম অভি,স্থানীয় কৃষক ফজল কাজী,আজিজুল কাজী,মজিবর শেখ,মিজানুর শেখ,পিন্টু,মাসুদ খান,মোয়াজ্জেম শেখ,মজনুসহ তন্তর ইউনিয়নের তিন-শতাধিক কৃষক।