শ্রীনগরে তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ
প্রকাশ : 2025-08-10 21:58:38১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
মুন্সীগঞ্জের শ্রীনগরে তারেক জিয়ার রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণের মধ্য দিয়ে জনসচেতনতা সৃষ্টি করলেন ঢাকা মহানগর বিএনপির দক্ষিণ এর যুগ্ম আহবায়ক এবং মুন্সীগঞ্জ জেলা জিয়া পরিষদ পাঠাগারের সভাপতি ফরহাদ হোসেন।
১০ আগষ্ট রবিবার বেলা ১২ টায় উপজেলার জমজম টাওয়ারের সামনে থেকে শুরু করে শ্রীনগর কলেজ গেইট হয়ে সরকারি কলেজ, ইউনিয়ন পরিষদ ও পাইলট স্কুল অ্যান্ড কলেজ পেরিয়ে যুবদল ক্লাবের সামনে গিয়ে এক সমাবেশে মিলিত হয়।
এসময় বক্তব্যে শেষে সংসদ নির্বাচনের প্রার্থিতা ও দলীয় মনোনয়ন প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ফরহাদ হোসেন বলেন, যথাসময়ে নির্বাচনের ঘোষণা দিয়ে কথা রাখার জন্য প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানাচ্ছি । আগামী জাতীয় সংসদ নির্বাচনে বি এন পি প্রার্থী যে বা যারাই হোকনা কেন মনোনয়ন দান এবং চুড়ান্ত সিদ্ধান্তের এখতিয়ার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের নেতা তারেক রহমানের কাছেই রয়েছে। তিনি যাকে মনোনয়ন দিবেন আমরা তার জন্যই কাজ করবো।
সমাবেশ শেষে তিনি তার সমর্থকদের নিয়ে শ্রীনগর বাজারে পূনরায় লিফলেট বিতরণ, গণসংযোগ এবং পথসভার মধ্য দিয়ে চকবাজার গিয়ে কর্মসূচির সমাপ্তি টানেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্র নেতা আসীফ, রিদয় মোড়ল ও রিজু সহ শতাধিক নেতা কর্মী।
কা/আ গ্রা.বার্তা