শ্রীনগরে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
প্রকাশ : 2025-02-16 21:38:44১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক

"এসো দেশ বদলাই,পৃথিবী বদলাই" এই স্লোগানে মুন্সীগঞ্জের শ্রীনগরে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকাল ১০টায় উপজেলার বনবিথী চত্ত্বর থেকে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিন উদ্দিন এর নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি বের করে উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয়। এর পর উপজেলা কৃষি অফিসার মোহসিন জাহান তোরণের সঞ্চালনায় উপজেলা মিলনায়তনে শুরু হয় আলোচনা সভা।
আলোচনায় সভায় ২৪ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে স্বরণ করে তরুণদের উদ্দেশ্য বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিন উদ্দিন।
আরো বক্তব্য রাখেন, উপজেলা প্রাণী সম্পদ অফিসার কামরুল হাসান, শ্রীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাকিল আহম্মেদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহিদ সাইদুল ইসলাম শোভন এর পিতা নরুজল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ জেলা সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি নজরুল ইসলাম, সাধারন সম্পাদক এম এ কাইউম মাইজ ভান্ডারী, স্বাস্থ্য কমপ্লেক্সে আর এম ও শংকর পাল, ফায়ার স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন, প্রকল্প বাস্তবায়ন অফিসার তাজুল ইসলাম, শ্রীনগর গালর্স ও ষোলঘর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্রছাত্রী এবং উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।