শ্রীনগরে ড্রেজার উচ্ছেদ অভিযান অব্যাহত, এক মামলায় লাখ টাকা আর্থিক জরিমানা

প্রকাশ : 2024-07-31 10:35:15১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

শ্রীনগরে ড্রেজার উচ্ছেদ অভিযান অব্যাহত, এক মামলায় লাখ টাকা আর্থিক জরিমানা

শ্রীনগরে অবৈধ ড্রেজার উচ্ছেদ অভিযান অব্যাহত থাকায় কৃষি জমি ভরাটের দায়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান করে দুটি ড্রেজার উচ্ছেদসহ এক মামলায় লাখ টাকা আর্থিক জরিমানা আদায় করেছে।

২৯ জুলাই সোমবার দিবাগত রাত ১০টার দিকে উপজেলার শ্রীনগর সদর ও ষোলঘর ইউনিয়নের শ্রীনগর-আলমপুর সরকারী খালে স্থাপন করা অবৈধ ড্রেজারের বিরুদ্ধে  এ অভিযান পরিচালনা করেন, সহকারী কমিশনার (ভুমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাফফাত আরা সাঈদ।

 এসময় ভুমি অফিসের কর্মকর্তাসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

এর আগেও তিনি ভুক্তভোগী কৃষক ও স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে একাধিকবার পদক্ষেপ গ্রহন করেছেন। এতে শ্রীনগর উপজেলার সাধারণ মানুষসহ প্রান্তিক কৃষকরা দারুণ খুশী। তবে নাম উল্লেখ না করার স্বার্থে সচেতন মহলের বেশ কয়েকজন বলেন, ইউএনও মহোদয়ের বাসভবনের পেছন থেকে যদি ড্রেজারগুলো স্থায়ীভাবে উচ্ছেদ করা যেতো তাহলে রোগী, শিশু, বৃদ্ধ ও এইচএসসি পরীক্ষার্থীরা খুবই শান্তি পেতো। 

সহকারী কমিশনার (ভুমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাফফাত আরা সাঈদ জানান,আড়িয়াল বিলের শ্রীনগর অংশে অভিযান পরিচালনা করে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪(খ)ধারা লঙ্গনের দায়ে ১৫ ধারায় দুটি ড্রেজার উচ্ছেদ করে হয়েছে। একটি মামলায় ১জনের কাছ থেকে নগদ দুই লক্ষ টাকা অর্থদন্ড আদায় করা হয়। তিনি আরো বলেন, কৃষি জমি, জলাশয়,পুকুর,নাল,খাল ও ডোবা রক্ষার্থে এই অভিযান অব্যাহত থাকবে।

 

সান