শ্রীনগরে ডিজিটাল মেলার উদ্বোধন
প্রকাশ : 2022-11-17 20:25:15১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
উদ্ভাবনী জয়োল্লাসে স্মাট বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শ্রীনগরে ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০২২ ইং শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় শ্রীনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে এ মেলার আয়োজন করে। মেলা উপলক্ষে একটি র্যালীর আয়োজন করা হয়। র্যালী শেষে ফিতা কেটে মেলার আনুষ্ঠানিকা শুরু হয়।
পরে মেলায় বিভিন্ন ষ্টল পরির্দশন করেন আমন্ত্রিত অতিথী বৃন্দ। বেলা ১১ টায় শ্রীনগর উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ হোসেন পাটওয়ারী এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথীর বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ কামরুল ইসলাম খান (শিক্ষা ও আইসিটি)। এসময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি মোঃ আবু বক্কর সিদ্দিক, শ্রীনগর উপজেলার ভাইস চেয়ারম্যান মোঃ ওয়াহিদুর রহমান জিঠু,মহিলা ভাইস চেয়ারম্যান রেহানা বেগম,শ্রীনগর থানার ওসি অপারেশন পুস্পেন দেবনাথ। আরো উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএসও ডাঃ আবু তোহা মোঃ শাকিল,বীর মুক্তিযোদ্ধা ইকবাল হোসেন মাষ্টার,শ্রীনগর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাজুল ইসলাম প্রমুখ। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা গুল রওশন ফেরদৌস অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।