শ্রীনগরে জেলা প্রশাসকের পূজা মন্ডব পরিদর্শন 

প্রকাশ : 2023-10-22 11:50:05১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

শ্রীনগরে জেলা প্রশাসকের পূজা মন্ডব পরিদর্শন 

মুন্সীগঞ্জ জেলা প্রশাসক মো: আবুজাফর রিপন শ্রীনগর উপজেলার বিভিন্ন পূজা মন্ডব পরিদর্শন  করেছেন। এসময় তার সহধর্মিনী শাকিলা তামান্না উপস্থিত ছিলেন। শনিবার রাত ৯ টায় শ্রীনগর কেন্দ্রীয় মন্দির অনন্তদেব ও ব্রজের পাড়া পূজা মন্ডব পরিদর্শন করেন এবং উপস্থিত সকলের  খোঁজ খবর নেন।

বক্তব্য দিচ্ছেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক মো: আবুজাফর রিপন

এসময় অন্যান্যদের আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো: মাসুদুল আলম (সার্বিক) শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হোসেন পাটওয়ারী,সহকারী কমিশনার ভূমি সাফফাত আরা সাঈদ,শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুল্লাহ আল তায়েবীর, ওসি তদন্ত মোঃ ওয়াহিদ পারভেজ, শ্রীনগর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাজুল ইসলাম, শ্রীনগর উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি স্বপন মোদক, সাধারণ সম্পাদক অধীর চন্দ্র দত্ত প্রমুখ।