শ্রীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে প্রদর্শনী ও র‍্যালি অনুষ্ঠিত 

প্রকাশ : 2025-11-26 21:24:54১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

শ্রীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ  উপলক্ষে প্রদর্শনী ও র‍্যালি অনুষ্ঠিত 

শ্রীনগর উপজেলা প্রশাসন তথা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে "জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ " উদযাপন উপলক্ষে শ্রীনগরে প্রাণিসম্পদ প্রদর্শনীও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। 

২৬ নভেম্বর বুধবার সকাল সাড়ে ১০ টায় ষোলঘড় এ কে এস কে উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করেন শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিন উদ্দিন।

প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ কামরুল হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউ এন ও মোঃ মহিন উদ্দিন । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীনগর থানার অফিসার ইনচার্জ নাজমুল হুদা খান, শ্রীনগর প্রেস ক্লাবের সভাপতি আরিফ হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ফজরুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা অনিক রায়।

এসময় প্রাণিসম্পদ খাতে বিশেষ অবদান রাখার জন্য একজন নারী ও একজন প্রতিবন্ধী পুরুষকে পুরস্কৃত করা হয়। খামারিদের মধ্যে উপস্থিত ছিলেন, খান ডেইরী ফার্মের স্বত্বাধিকারী সাঈদ খান, শাহীন ডেইরী ফার্মের স্বত্বাধিকারী জুই আক্তার , মজিবর রহমান, নিরু দেওয়ান, মোঃ রফিক, হুমায়ুন, অনিক ঘোষসহ অনেকে।

সভাশেষে আগত অতিথি বৃন্দ হাস, মুরগী, গরু, ছগল, ভেড়া ও কবুতর সহ বিভিন্ন পশুপাখীর স্টল ঘুরে দেখেন।