শ্রীনগরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে টেটাবিদ্ধ- ১
প্রকাশ : 2024-11-03 11:18:57১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
মুন্সীগঞ্জের শ্রীনগরে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় তানজিল নামে এক যুবক টেটাবৃদ্ধ হয়ে গুরুত্বর আহত হয়েছে।
শনিবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে উপজেলার শ্যামসিদ্ধি ইউনিয়নের মকবুল মেম্বার বাড়ীর পাশে এ হামলার ঘটনা ঘটে। স্থানীয়রা টেটাবৃদ্ধ আহত যুবককে উদ্ধার করে চিকিৎসার জন্য দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। এঘটনায় আহতের বড় ভাই আকাশ বাদী হয়ে রকিব ও রোমানকে বিবাদী করে থানায় লিখিত অভিযোগ করেন।
অভিযোগ সুত্রে জানা যায়, জমিজমা নিয়ে দীর্ঘদিন যাবৎ মকবুল হোসেনের সাথে প্রতিবেশী মৃত মজিদ শেখের ছেলে রকিব ও রোমানদের বিরোধ চলে আসছিল। এর জের ধরে শনিবার সন্ধ্যার দিকে রকিব ও রোমন মকবুলকে গালিগালাজ করে। এসময় ভাজিতা তানজিল গালিগালাজ করতে নিষেধ করলে রকিবের হাতে থাকা টেটা দিয়ে তানজিলের ডান হাতের বাহুতে ঘাই মেরে গুরুত্বর জখম করে। ভাতিজাকে বাঁচাতে মকবুল এগিয়ে গেলে রোমানের হাতে থাকা রামদা দিয়ে তাকে হত্যার উদ্দেশ্য কোপ মারলে সে দৌড়ে পালিয়ে যায় । পরে স্থানীয় লোকজন এগিয়ে এলে তারা তানজিলকে প্রাণ নাশের হুমকি দিয়ে চলে যায়।
এ বিষয়ে শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মোঃ ইয়াছিন মুন্সি জানান, অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
সা/ই