শ্রীনগরে ঘুরতে আসা যুবকের কাছ থেকে মোটরসাইকেল ছিনতাই
প্রকাশ : 2023-04-18 11:27:26১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
শ্রীনগরে ঘুরতে আসা এক যুবকের কাছ থেকে ২ ছিনতাইকারী একটি আর ওয়ান মোটরসাইকেল ছিনতাই করে নিয়ে যায়। ঘটনাটি জানাজানি হলে ছিনতাইকারীরা মোটরসাইকেলটি ফেরত দেয়। এই ঘটনায় ওই এলাকায় ক্ষোভ বিরাজ করছে।
ছিনতাইয়ের শিকার ওই যুবকের পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে লৌহজং উপজেলার জশলদিয়া গ্রামের স্বপন ঢালীর ছেলে মাশাদুল (১৮) উপজেলার কোলাপাড়া ইউনিয়নের ওয়াসা রোডে ঘুরতে আসে। এসময় শ্রীনগরের চিহ্নিত মোটরসাইকেল চোরাই চক্রের হোতা ফয়সাল ও তার সহযোগী সাগর মিলে ওই যুবকের মোটরসাইকেলটি চালিয়ে দেখার কথা বলে তাকে সহ নির্জন স্থানে নিয়ে যায়।পরে ফয়সাল ও সাগর ওই যুবককে চাকু ঠেকিয়ে তার ফোর জেনারেশনের আর ওয়ান মোটর সাইকেলটি ছিনতাই করে নিয়ে যায়।
ওই যুবকের আত্নীয় স্বজন কোলাপাড়া এসে মোটরসাইকেল ফেরত পাওয়ার জন্য চাপ প্রয়োগ করে। এসময় ছিনতাইকারীরা মোটরসাইকেলটি ওই ইউনিয়নের পরাজিত চেয়ারম্যান প্রার্থী মোস্তাফিজ জনেটের কাছে ফেরত দেয়। পরে মোটরসাইকেলটি তার মালিকের কাছে ফেরত দেওয়া হয়।
এর আগে ফয়সালের বিরুদ্ধে পার্বত্য চট্টগ্রামের সাজেক থেকে মোটরসাইকেল চুরির অভিযোগে পুলিশ তার বাড়িতে অভিযান পরিচালনা করে মোটরসাইকেলের ৬টি নেমপ্লেট উদ্ধার করে। এই ব্যাপারে মোস্তাফিজ জনেট বলেন, এক সাংবাদিকের কাছ থেকে বিষয়টি জেনে আমি ফয়সাল ও সাগরকে চাপ প্রয়োগ করলে তারা জানায় মোটরসাইকেলটি চোরাই। এজন্য এটা আমরা আটক করেছি। পরে তারা মোটরসাইকেলটি ফেরত দিতে বাধ্য হয়। শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম বলেন, এখনো থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।