শ্রীনগরে গোলাম সারোয়ার কবীরের গণসংযোগ

প্রকাশ : 2023-09-22 18:53:13১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

শ্রীনগরে গোলাম সারোয়ার কবীরের গণসংযোগ

শ্রীনগরে গনসংযোগ করেছেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম সারোয়ার কবীর। ২২সেপ্টেম্বর  শুক্রবার সকাল ১০টার সময় শ্রীনগর চকবাজার মের্সাস করিম স্টীলের স্বত্বাধিকারী আঃ করিমের আয়োজনে ও  শ্রীনগর উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ইরফাত আহমেদ নিশাত এর সার্বিক তত্ত্বাবধানে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নৌকার বিজয়ের লক্ষ্যে গণসংযোগ এবং লিফলেট বিতরণ করেন মুন্সীগঞ্জ-১ আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশী গোলাম সারোয়ার কবীর।

গণসংযোগ, লিফলেট বিতরণ ও আলোচনাকালে শ্রীনগর উপজেলা আওয়ামী লীগ ও শ্রীনগর উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দের সাথে আটপাড়া ইউনিয়নে নন্দিপাড়া, দেওপাড়া, কল্লিগাঁও সহ বিভিন্ন স্থানে গণসংযোগ করেন।

উপস্থিত ছিলেন, ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের নাতি সাঈফ, ৩২ নং ওয়ার্ড কাউন্সিলর এম এ মান্নানের ছেলে শাকিব,ঢাকা জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও কেরানীগঞ্জ উপজেলা পরিষদের আইটি বিষয়ক সম্পাদক সিফাত হোসেন।

আরও উপস্থিত ছিলেন, রিজভী জুয়েলার্স ও রিজভী গোল্ডের মালিক রিজভী আহমেদ,  ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহতাব ও রাকিব, সাংগঠনিক সম্পাদক জুনায়েদ সহ অমর একুশে হল, জগন্নাথ হল ও স্যার এফ রহমান হলের ছাত্রলীগের নেত্রবৃন্দ, মাদারীপুর পৌরসভা ছাত্রলীগের সহ-সভাপতি ইয়াসিন মজুমদার, কেরানীগঞ্জ উপজেলা ছাত্রলীগের ক্রীড়া বিষয় সম্পাদক সজিব আহমেদ, সোহেল, ইয়াসও তৌফিক প্রমূখ।