শ্রীনগরে খোলা বাজারে চাল বিক্রি শুরু
প্রকাশ : 2022-09-01 19:39:50১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
শ্রীনগরে সারাদেশের ন্যায় খোলা বাজারে চাল বিক্রয়ের কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। বেলা ১২ টায় শ্রীনগরের দেউলভোগ ও চকবাজার শাহী মসজিদ এলাকায় চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।শ্রীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মশিউর রহমান মামুন ও শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হোসেন পাটওয়ারী এ কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর-রহমান জিঠু, মহিলা ভাইস চেয়ারম্যান রেহানা বেগম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসার মোঃ আমিনুল ইসলাম প্রমুখ।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার বলেন খাদ্যবান্ধব সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর জনসাধারণের কথা চিন্তা করে এ ওএমএস কর্মসূচী হাতে নিয়েছেন। এ উপজেলায় ২ জন ডিলার ৪ হাজার মেট্রিকটন চাল সপ্তাহে ৫ দিন বিক্রয় করবে। প্রতিজন ৫ কেজি চাল ৩০ টাকা দরে ক্রয় করতে পারবে।