শ্রীনগরে একই পরিবারের তিন জনকে কুপিয়ে জখম
প্রকাশ : 2026-01-28 19:55:48১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
শ্রীনগরে সন্ত্রাসী হামলার স্বীকার হয়ে থানায় অভিযোগের চতুর্থ দিনেও মামলা রেকর্ড করা হয়নি বলে জানিয়েছেন ভুক্তভোগী পরিবার । এ বিষয়ে অভিযোগের তদন্ত কর্মকর্তা এস আই আব্বাস উদ্দিন এর কাছ থেকে বিষয়টির সত্যতা পাওয়া গেছে । এতে আহতরা হাসপাতালের বেডে একদিকে অসুস্থ যন্ত্রণায় কাতরাচ্ছেন অন্যদিকে সন্ত্রাসীদের চাপে আতঙ্কে দিন কাটাচ্ছেন বলে জানিয়েছেন বাদী নাজমা বেগম । উল্লেখ্য যে , মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার আটপাড়া ইউনিয়নের কল্লীগাও গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একই পরিবারের তিন জনকে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে সন্ত্রাসীরা ।
এতে মারাত্নক আহত হন নাজমা বেগম (৫০) তার ছেলে নজমুল (৩৫) ও ছেলের বউ সাবিনা( ২১) । বাদীর অভিযোগ সুত্রে জানা যায়, ২৬ জানুয়ারী সোমবার সকাল আনুমানিক ৮ টার দিকে নাজমা বেগমের ছেলে নাজমুল বসত বাড়ি সংলগ্ন পুকুর থেকে কচুরিপানা তুলে তাদের নিজ জায়গায় রাখলে বিবাদী গন উত্তেজিত হয়ে গালিগালাজ শুরু করে । নিষেধ করলে বিবাদীগন আর বেশি ক্ষিপ্ত হয়ে ধারালো দা দিয়ে মাথায় আঘাত করে রক্তাক্ত জখম করে । নাজমুলের ডাক চৎকারে তার মা নাজমা বেগম ও স্ত্রী সাবিনা এগিয়ে গেলে তাদেরকেও ধারালো ছেন দা দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে । তারা মাটিতে লুটিয়ে পড়লে কাঠের বাটাম দিয়া শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে ।
এসময় সাবিনার গলায় থাকা ০৮ আনি ওজনের স্বর্নের চেইন নিয়ে যায় বলেও অভিযোগ রয়েছে। এ বিষয়ে নাজমা বেগম বাদি হয়ে মোঃ মহা হোসেনের ছেলে রাকিব (৩৫), রাকিবের স্ত্রী তামান্না (২৫)এবং মৃত শরপ আলীর ছেলে মোঃ মহা হোসেন এর নাম উল্লেখ করে ২৬ জানুয়ারী শ্রীনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে । ঘটনার চার দিন অতিবাহিত হলেও সংশ্লিষ্ট থানায় মামলা রেকর্ড না-হওয়ার কারনে অসহায় পরিবারটি হতাশ ও ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে । তারা আইনানুগ ব্যবস্থা পাওয়ার জন্য সংশ্লিষ্ট উর্ধতন কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করেছেন। এ ব্যাপারে শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মোঃ জুয়েল মিয়া এর কাছে ফোন দিলে তিনি ফোন রিসিভ করেননি। অভিযোগের তদন্ত কর্মকর্তা এস আই আব্বাস উদ্দিন বলেন, এখনো মামলা রেকর্ড হয়নি ।