শ্রীনগরে উপজেলা মাসিক সাধারণ সভা ও আইনশৃঙ্খলা মিটিং অনুষ্ঠিত
প্রকাশ : 2025-01-29 16:10:00১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলা মাসিক সাধার সভা ও আইন শৃঙ্খলা মিটিং করছেন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োনে নির্বাহী অফিসারের সভাকক্ষে সকাল ১০ টায় মাসিক সাধারণ সভা ও বেলা ১২ টায় আইনশৃঙ্খলা মিটিং অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিন উদ্দিন এর সভাপতিত্বে আইন শৃঙ্খলা,মাদক, চুরি, ডাকাতি,ছিনতাই, বাল্যবিবাহ, স্বাস্থ্য, শিক্ষা,বিদ্যুৎ, কৃষি জমি ভরাটসহ বিভিন্ন বিষয় তুলে ধরে বক্তারা বক্তব্য রাখেন।
এসময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার ভুমি জুবায়ের হাবিব,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আর এম ও শংকর পাল, শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মোঃ শাকিল আহম্মেদ,মহিলা বিয়ষক কর্মকর্তা কান্তা পাল।
এছাড়াও উপস্থিত ছিলেন, পল্লীবিদ্যুৎ ডিজিএম মদন গোপাল, বিভিন্ন ইউনিয়নের সচিবসহ উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
কা/আ