শ্রীনগরে ইয়াসমিন দেলোয়ার হাসপাতালের ইফতার ও দোয়া মহফিল
প্রকাশ : 2022-04-27 12:12:36১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
মুন্সীগঞ্জের শ্রীনগরে ইয়াসমিন দেলোয়ার ডায়াগনষ্টিক সেন্টার এন্ড মর্ডাণ হাসপাতালের আয়োজনে ইফতার ও দোয়া মহফিল করা হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় উপাজেলার ষোলঘর এলাকায় হাসপাতাল প্রাঙ্গনে এই ইফতার ও দোয়ার আয়োজন করা হয়। হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও পুস্পধারা প্রপার্টিস লিঃ এর চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, শ্রীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রণব কুমার ঘোষ, শ্রীনগর থানার অফিসার্স ইনচার্জ মো. আমিনুল ইসলাম, ওসি(অপারেশন) পুস্পেন দেবনাথ, সিরাজদিখান থানার ওসি (তদন্ত) আজগর হোসেন, পদ্মাউত্তর থানার ওসি আলমগীর হোসেন, শ্রীনগর প্রেসক্লাবের সভাপতি মোঃ নজরুল ইসলাম , সদর ইউপি চেয়াম্যান তাজুল ইসলাম, পাটাভোগ ইউপি চেয়ারম্যান মুন খান, ইয়াসমিন দেলোয়ার হাসপাতালের পরিচালক রবিন মিয়া প্রমুখ।