শ্রীনগরে ইসলামী ব্যাংকের এজেন্ট শাখা উদ্বোধন

প্রকাশ : 2021-09-21 19:53:39১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

শ্রীনগরে ইসলামী ব্যাংকের এজেন্ট শাখা উদ্বোধন

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার কুকুটিয়া বাজারে এজেন্ট ব্যাংকিং কার্যক্রম শুরু করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড । আজ মঙ্গলবার বেলা সাড়ে এগারটায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন ঘোষণা করেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট, হেড অব জোন আবু সাঈদ মুহাম্মদ ইদ্রিস।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড শ্রীনগর শাখার ভাইস প্রেসিডেন্ট ও শাখা প্রধান মোহাম্মদ শাহাদাত হোসেন। এছাড়া অনুষ্ঠান এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে এজেন্ট ব্যাংকিং পরিচালনা ও গ্রাহক সেবার বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন প্রধান অতিথি আবু সাঈদ মুহাম্মদ ইদ্রিস।