শ্রীনগরে ইয়াসমিন দেলোয়ার হাসপাতালে ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত
প্রকাশ : 2022-06-10 09:46:10১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
মুন্সীগঞ্জের শ্রীনগরে চিকিৎসা সেবায় ৫ বছরে পদার্পণ করেছে ইয়াসমিন দেলোয়ার ডায়াগনস্টিক সেন্টার এন্ড মডার্ন হাসপাতাল। ২০১৭ সালের হাসপাতালটির যাত্রা শুরু হয়। গতকাল বৃহস্পতিবার প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য আয়োজনে কেক কাটা ও মতবিনিময়সহ দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে দিনটি উদযাপন করে হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মোঃ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী তোফাজ্জল হোসেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন, শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম, মুন্সিগঞ্জ ডিবির ওসি আবুল কালাম, পদ্মা উত্তর থানার ওসি আলমগীর হোসেন, শ্রীনগর প্রেসক্লাবের সভাপতি মোঃ নজরুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি মোঃ আরিফ হোসেন, শাজাহান খান, ইয়াসমিন দেলোয়ার হাসপাতালের চেয়ারম্যান ইয়াসমিন বেগম, হাসপাতালের পরিচালক রবিন মিয়া ও রিয়াদ ইসলাম প্রমুখ।
প্রতিষ্ঠাবার্ষিকীতে ইয়াসমিন দেলোয়ার হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মো. দেলোয়ার হোসেন বলেন, স্বল্পমূল্যে উন্নত চিকিৎসা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়ার লক্ষ্যে ২০১৭ সালে হাসপাতালের যাত্রা শুরু হয়। আমাদের হাসপাতাল শ্রীনগর উপজেলার চিকিৎসা খাতে অভাবনীয় অবদান রেখেছে।এছাড়া শুরু থেকে আজ অবধি এলাকার মানুষকে সুনামের সাথে ত্রুটিহীন চিকিৎসা সেবা প্রদান করে আসছে। বিশেষ করে করোনা মহামারী এবং ডেঙ্গুর সময় ইয়াসমিন দেলোয়ার হাসপাতালের ভূমিকা সর্বমহলে প্রশংসিত হয়েছে।