শ্রীনগরে আমেরিকা প্রবাসীর মতবিনিময় সভা
প্রকাশ : 2023-06-04 16:17:00১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
গত শনিবার সকাল ১১টা থেকে ৩টা পর্যন্ত সিজুয়ে হাই স্কুলের প্রাক্তন সহকর্মী ও শুভানুধ্যায়ীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন আমেরিকা প্রবাসী হাসাড়া কালিকিশোর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রবীণ শিক্ষক ও হাসাড়া ইউনিয়ন পরিষদের প্রাক্তন চেয়ারম্যান জনাব তোবারক হোসেন। প্রাক্তন প্রবীণ শিক্ষক জনাব হুমায়ূন কবির চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত শুভেচ্ছা বিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ উচ্চ মাধ্যমিক শিক্ষক সমিতির প্রাক্তন সভাপতি জনাব সামী আহমদ। জাহাঙ্গীর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্মৃতিচারন করেন শ্রীনগর, সিরাজদিখান ও টঙ্গীবাড়ি জেলার বিভিন্ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা লেখক-গবেষক ও ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর পরিচালক মো. জয়নাল আবেদীন ও বাংলাদেশ কৃষি ব্যাংকের প্রাক্তন ডিজিএম এস এম এ খালেদ হোসেন বলেন, আমি আমেরিকায় বসবাস করলেও আমার মন পড়ে থাকে বাংলাদেশে বিক্রমপুরে।