শ্রীনগরে আব্দুল্লাহ'র  নির্বাচনী প্রস্তুতি সভা  ও লিফলেট বিতরণ

প্রকাশ : 2025-11-20 11:32:45১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

শ্রীনগরে আব্দুল্লাহ'র  নির্বাচনী প্রস্তুতি সভা  ও  লিফলেট বিতরণ

১৯ ডিসেম্বর [বুধবার] সকাল ১০টা থেকে রাত ১০ টা পর্যন্ত নেতা কর্মী ও সমর্থকদের নিয়ে লিফলেট বিতরণ এবং নির্বাচনী প্রস্তুতি সভা করেছেন মুন্সীগঞ্জ - ১ আসনের ধানের শীষের প্রার্থী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত শ্রীনগর বাজার লিফলেট বিতরণ ও বিকেল সাড়ে চারটায় বাঘড়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ এবং  সহযোগী  সংগঠনের উদ্যোগে নির্বাচনী প্রস্তুতি সভা করেন তিনি।

সভায় শেখ মোহাম্মদ আব্দুল্লাহ প্রধান অতিথি হিসেবে বক্তৃতা কালে বলেন, আপনাদের ভোটে আল্লাহ পাক আমাকে সংসদ সদস্য নির্বাচিত করলে শ্রীনগর ও সিরাজদিখানকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজ  মুক্ত করা হবে। পাশাপাশি বেকারদের কর্মসংস্থান সৃষ্টি ও একটি মেডিক্যাল কলেজ হাসপাতাল স্থাপন করা হবে।

 
উক্ত সমাবেশে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মোহাম্মদ জাকির হোসেন ,সভাপতিত্ব করেন বাঘড়া ইউনিয়ন বিএনপি সভাপতি  মোহাম্মদ মানিক মিয়া  সঞ্চালনায় ছিলেন, বাঘড়া ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী মাতব্বর। 

বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য  ও শ্রীনগর উপজেলা বি এন পি সভাপতি মোঃ শহিদুল ইসলাম মৃধা ,মুন্সিগঞ্জ জেলা বিএনপি সদস্য আব্দুল  বাতেন খান শামীম সহসভাপতি আবুল কালাম কানন, জহিরুল হক মামুন শ্রীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হাফিজুল ইসলাম খান।

আরো উপস্থিত ছিলেন উপজেলা বি এন পির সাংগঠনিক সম্পাদক ফারুক মোড়ল, শহিদুল কারাল, জয়নাল আবেদীন মৃধা জেমস, মামুনুর রশীদ মামুন, নুরুল ইসলাম, শাহালম, আশরাফুল ইসলাম শুভ, ফয়সাল আহাম্মেদ রনি, মদাদুল হক রজিন রনি, ভাগ্যকুল ইউনিয়ন বিএনপির সভাপতিএডভোকেট রফিকুল ইসলাম,সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ রানা, বাঘড়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ জাকির হোসেন,৪ নং ওয়ার্ড বিএনপি সভাপতি রিপন তালুকদার,সাধারণ সম্পাদক হাবিব ভূঁইয়া। ৫ নং ওয়ার্ড  বিএনপি সভাপতি মোহাম্মদ জয়নাল সিকদার, সাধারণ সম্পাদক মোহাম্মদ বাবুল মোল্লা সহ বিএনপি, ছাত্রদল, যুবদল, জাসাস সহযোগীসংগঠনের নেতা কর্মীরা।
মাগরিবের নামাজ শেষে বালাশুর নতুন বাজার ও খালপাড়ে রাত ১০ টা পর্যন্ত লিফলেট বিতরণ ও নির্বাচনী গণসংযোগ করেন। 

কা/আ