শ্রীনগরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
প্রকাশ : 2022-02-21 19:05:50১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলা প্রশাসন আয়োজিত সোমবার (২১ ফেব্রুয়ারী)সকাল সারে ১০ টায় সময় উপজেলা পরিষদ মিলনায়তনে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার প্রণব কুমার ঘোষের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মসিউর রহমান মামুন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান জিঠু,মহিলা ভাইস চেয়ারম্যান রেহেনা বেগম,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ তোফাজ্জল হোসেন,বীর মুক্তি যোদ্ধা ইকবাল হোসেন মাষ্টার,উপজেলা সহকারী ভূমি কমিশনার ব্যারিষ্টার সজীব আহমেদ। আরও উপস্থিত ছিলেন, শ্রীনগর থানা তদন্ত ওসি মোঃ কামরুজ্জামান,উপজেলা কৃষিবিদ শান্তণা রানী,মাধ্যমিক শিক্ষা অফিসার সুরাইয়া আশরাফী, প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল মতিন,সমাজ সেবা অফিসার মাফুজা পারভীন চৌধুরী,মহিলা বিষয়ক কর্মকর্তা গুল রাওশান ফেরদৌস।এছাড়া আরও উপস্থিত ছিলেন,মুন্সীগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও শ্রীনগর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আমজাদ হোসেন।অনুষ্ঠান শেষে মেধাবী শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়।