শ্রীনগরে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা

প্রকাশ : 2022-07-20 19:56:41১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

শ্রীনগরে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা

শ্রীনগর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা হয়েছে। বুধবার বেলা ১১ টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। 

শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হোসেন পাটওয়ারী’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মসিউর রহমান মামুন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ব্যারিস্টার সজীব আহমেদ, ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান জিঠু, মহিলা ভাইস চেয়ারম্যান রেহেনা বেগম, কৃষি অফিসার শান্তনা রানী, সমাজসেবা অফিসার মাজফুজা পারভীন চৌধুরী, মাধ্যমিক অফিসার সুরাইয়া আশরাফী, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সমীর কুমার বসাক, মহিলা বিষয়ক কর্মকর্তা গুল রাওশান ফেরদৌস, পল্লী বিদ্যুৎ শ্রীনগর জোনের ডিজিএম মদন গোপাল সাহা, শ্রীনগর থানার ওসি (তদন্ত) মো. কামরুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন খান, শ্রীনগর প্রেসক্লাবের সভাপতি মো. নজরুল ইসলাম, শ্রীনগর পাইলট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. আবুল হোসেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক শেখ মো. আলমগীরসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ। 

সভায় শ্রীনগর বাজার সংলগ্ন সেতুতে দীর্ঘ যানজট, বিদ্যালয়ের সামনে বখাদের আড্ডা, বাল্যবিবাহ, মাদক, শ্রীনগর বাজারে দোকান মালিক কর্তৃক সামনের ফুটপাত ভাড়া দিয়ে ভাসমান দোকান বসানো। এছাড়াও অনুষ্ঠিত উপজেলা মাসিক আইন-শৃক্সখলা সভায় বিদ্যুৎ লোডশেডিংয়ের বিষয়টি গুরুত্বের সাথে আলোচনায় উঠে আসে।