শ্রীনগরে অপহরণ ও মুক্তিপণ আদায়ের অভিযোগে ট্রাফিক পুলিশ কনস্টেবলসহ আটক ৪

প্রকাশ : 2023-09-02 18:16:43১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

শ্রীনগরে অপহরণ ও মুক্তিপণ আদায়ের অভিযোগে ট্রাফিক পুলিশ কনস্টেবলসহ আটক ৪

শ্রীনগরে এক যুবককে মাদকের অভিযোগে আটক করে অপহরণ ও মুক্তিপনের টাকা আদায়ের অভিযোগে এক ট্রফিক পুলিশ কনেস্টবলসহ ৪ জনকে আটক করেছে শ্রীরগর থানা পুলিশ। এ ঘটনায় (বর্তমান প্রেষান ট্রাফিক বিভাগ, টঙ্গীবাড়ি কুন্ডেরচর শাখা,কং/১১৬৩) কনেস্টব লিয়াকত হোসেন লিমনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। মামলা নং-১ (০১/০৯/২৩)। 

থানা পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টার দিকে ট্রফিক কনেস্টবল লিয়াকত হোসেন লিমনসহ দুষ্কৃতকারী চক্রের সদস্য ফয়সাল (২০), শাফিন (২০), আরিফ (২০) শ্রীনগর উপজেলার কোলাপাড়া  ইউনিয়নের সমষপুর এলাকার ফুলকুচি রাস্তার ওপর থেকে সুজন নামে এক যুবককে মাদকের অভিযোগে আটক করে। এ সময় দুষ্কৃতকারীরা যুবকের হাতে হেন্ডকাপ লাগিয়ে পার্শ্ববতী রাঢ়িখাল ইউনিয়নের একটি নির্যন জায়গায় নিয়ে যায়। পরে ওই যুবককে মারধর করে পরিবারে কাছে ৩০ হাজার টাকা মুক্তিপন দাবী করে। ভুক্তভোগীর পরিবার এ ব্যাপারে শ্রীনগর থানা পুলিশকে অবহিত করলে পুলিশ অভিযান চালিয়ে সমষপুর এলাকায় টাকা লেনদেনের সময় শাফিন, আরিফ ও ফয়সালকে আটক করে। পরে দুষ্কৃতকারী চক্রের আটককৃত সদস্যদের দেওয়া তথ্যমতের ভিত্তিতে ওই রাতে পুলিশ অভিযান চালিয়ে শ্রীনগর ছনবাড়ি এলাকা থেকে ভিকটিম সুজনকে উদ্ধার করেন। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কনেস্টবল লিয়াকত হোসেন লিমন ও অরিফ পালিয়ে যায়। পর দিন (১ সেপ্টেম্বর ২০২৩ খ্রিঃ) মধ্যরাতে দোহার এলাকায় পুলিশ অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে ট্রফিক কনেস্টবল লিয়াকত হোসেন লিমনকে আটক করেন। এ সময় ১টি হেন্ডকাপ ও মোটরসাইকেল জব্দ করা হয়। 

জানা গেছে, ভিকটিম সুজন ফুলকুচি গ্রামের মৃত জাহাঙ্গীর মোল্লার ছেলে। সে পেশায় একজন রাজমিস্ত্রী। ওই রাতে পুলিশ পরিচয়ে ২টি মোটরসাইকেলে করে সুজনকে অপহরাণ করে মুক্তিপনের টাকা আদায়ের জন্য মারধর করে অভিযুক্ত আসামীরা। 

এ ব্যাপারে শ্রীনগর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ্ আল তায়াবীর জানান, ট্রফিক কনেস্টবল লিয়াকত হোসেন লিমনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। আসামীদের কোর্টে প্রেরণ করা হয়েছে। মামলার বাকী আসামীদের গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে।