শ্রীনগরে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
প্রকাশ : 2023-03-05 16:04:39১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
শ্রীনগরে আজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকালে উপজেলার হাসাড়া ইউনিয়নের আলমপুরের দক্ষিণ সোনারগাঁও ইছামতি শাখা নদীর তিন খালের মোড় থেকে ওই যুবকের লাশটি উদ্ধার করা হয়। খালের পানিতে লাশটি ভাসতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। স্থানীয় সূত্রে জানা যায়, আনুমানিক ৩৫-৪০ বছরের অজ্ঞাত যুবকের লাশটি কম্বল দিয়ে মোড়ানো ছিল।
৫ কেজি ওজনের ৫টি বাটখারা ও ১০ নম্বরের ২টি ইট মরদেহে বাঁধা অবস্থায় ছিল। ধারনা করা হচ্ছে কয়েকদিন আগে দুর্বৃত্তরা অজ্ঞাত ওই যুবককে মেরে তার দেহে বাটখারা ও ইট বেঁধে নদীতে ফেলে দেয়। এ ব্যাপারে শ্রীনগর থানা ওসি (তদন্ত) মো. কামরুজ্জামান জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।