শ্রীনগরের ষোলঘর ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিতসভা অনুষ্ঠিত
প্রকাশ : 2022-07-24 10:27:36১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
শ্রীনগরের ষোলঘর ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে । ২২ জুলাই শনিবার সকাল সাড়ে ১১ টায় ষোলঘরের সাবেক চেয়ারম্যান রুনু মিয়ার বাড়ীতে এ সভা হয়। ষোলঘর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজী মাহবুব আলম রুনু মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মুন্সিগন্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি নুরুল আলম চৌধুরী , প্রধান বক্তা ছিলেন শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী তোফাজ্জল হোসেন , আরও বক্তব্য রাখেন মুন্সিগন্জ জেলা যুবলীগের সহসভাপতি স্বপন রায়, শ্রীনগর উপজেলা যুবলীগের সদস্য এডভোকেট কামরুল হাসান , কাজী শহিদুল ইসলাম শহিদ , হাজী মোহাম্মদ শাহজালাল , গাজী মাসুদুল ইসলাম , ও গবিন্দ রায় প্রমুখ ।