শ্রীনগরের কোলা পড়ায় এম মাহবুব উল্লাহ কিসমতের মতবিনিময় সভা
প্রকাশ : 2022-09-10 10:18:53১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার কোলাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এম মাহবুব উল্লাহ কিসমতের সাথে মতবিনিময় সভা করেছেন। গত ৯ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭ টা থেকে রাত ১০টা পর্যন্ত এম এম কিসমতের সভাপতিত্বে তার সমষপুরস্থ বাসভবনে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় ।
আসন্ন জেলা পরিষদ নির্বাচনে পুনরায় সদস্য হিসেবে এম মাহবুব উল্লাহ কিসমতকে নির্বাচিত করার জন্য কোলাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপজেলার ১৪ টি ইউনিয়নের আওয়ামী নেতা কর্মীদের প্রতি অনুরোধ জানান ।
এ সময় বক্তব্য রাখেন , শ্রীনগর উপজেলা যুবলীগের সাধরন সম্পাদক ও সাবেক চেয়ারম্যান হাজী নেছার উল্লাহ সুজন, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি হাজী আব্দুস সালাম, চলমান কমিটির সাধারণ সম্পাদক গুপিনাথ দাস , ফয়জুল ইসলাম টারজন, মোস্তাফিজুর রহমান জনেট, মাহবুব শাহ, আতাহার হোসেন , সাজ্জাদুল আলম ওপেল, জাকির হোসেন , হাসেম হাওলাদার , ও সুমন প্রমুখ ।
সভায় অধিকাংশ বক্তারা নিঃস্বার্থ এবং সৎ লোক হিসেবে এম মাহবুব উল্লাহ কিসমতের বিকল্প নাই বলে উল্লেখ করেন । তারা প্রধানমন্রীর হাতকে শক্তিশালী করা এবং এলাকার উন্নয়ন তথা জনসেবার জন্য এম মাহবুব উল্লাহ কিসমতকে আসন্ন জেলা পরিষদ নির্বাচনে বিপুল ভোটে সদস্য করার জন্য ভোটারদের প্রতি অনুরোধ জানিয়েছেন কোলা পাড়া ।