শ্রদ্ধায়, স্মরণে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম
প্রকাশ : 2021-08-27 14:32:03১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
শাশ্বত স্বপন
---------------
যুগ যুগ ধরে এদেশের সকল ধর্মের সাধারণ মানুষেরা মিথ ও অলৌকিকে বিশ্বাস করতেন, এখনও করেন। শত বছর আগেও অবিভক্ত ভারতের বর্ধমানের চুরুলিয়া গ্রামের এক গৃহবধূ জাহেদা খাতুনও মিথ ও অলৌকিকে বিশ্বাস করতেন। তার সময়ে চুরুলিয়া গ্রামে এক সাধু এসেছিলেন, নাম তার তারাক্ষ্যাপা। সেই সাধুর অলৌকিক ক্ষমতার মিথ মানুষের মুখে মুখে প্রচলিত ছিল। কি হিন্দু, কি মুসলমান-- সবাই সেই সাধুর কাছে মানত করত। জাহেদা খাতুনও সেই সাধুর কাছে গিয়ে মানত করলেন। সাধু আশীর্বাদ করলেন, তোর যে ছেলে হবে, তার নাম রাখবি তারাক্ষ্যাপা। সত্যি জাহিদা খাতুনের ছেলে হল এবং নাম রাখলেন তারাক্ষ্যাপা। পারিবারিকভাবে দুখু নামটা উঠে আসলেওএই নামটা সমাজে উঠে আসেনি, ধর্মীয় কারণে হয়তো তা প্রকাশ হবার কথা না। অনেকে এই নামের কথা জানেও না। সেই সাথে অনেকেই জানে না যে, নজরুলের শ্রমিক প্রজা স্বরাজ পার্টি সম্পর্কে, যে পার্টির লক্ষ্য, নীতি, আদর্শের মূল বীজ তার ভিতরে জন্ম হয়েছিল তার ১২ বছর বয়সে। কৃষক শ্রমিকের প্রতি দরদ লেটু দলে থাকতেই তার ভিতরে ছিল। ১২ বছর বয়সে লেটুর দলে চাষীর সঙ সেজে ছন্দ মিলিয়ে গান গেয়েছিলেন--
জীবন যাপন করিতে
চাষ কর বিধিমতে
রবে যদি সুখেতে...।
চাষ কর দেহ জমিতে
হবে না ফসল এতে
কলেমার জমিতে মই দিলে
চিন্তা কিহে এই ভবেতে.।…
পরিণত বয়সে শোষণ-নিপীরণ দেখতে দেখতে সময়ের প্রয়োজনে গঠন করলেন শ্রমিক প্রজা স্বরাজ পার্টি। তার দলের মূখপাত্র হিসাবে সাপ্তাহিক লাঙ্গল পত্রিকা বের করলেন। এক কৃষক সন্মেলনে কবি বক্তব্য রাখলেন, আপনারাই দেশের প্রাণ, দেশের আত্না, দেশের ভবিষ্যৎ, মাটির মায়ায় আপনাদের হৃদয় কানায় কানায় ভরপুর। মাটির খাঁটি ছেলে আপনারাই। রৌদ্রে পুড়িয়া, বৃষ্টির জলে ভিজিয়া দিন নাই, রাত নাই, সৃষ্টির প্রথম দিন থেকেই আপনারা তো এই মাটির পৃথিবীকে প্রিয় সন্তানের মত লালন পালন করিয়াছেন, করিতেছেন, করিবেন।..,
আজ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৫ তম মৃত্যুবার্ষিকী। এই মৃত্যুদিনে তার প্রতি গভীর শ্রদ্ধা জানাই।