শোকের শহরে পরিণত মুন্সীগঞ্জঃ ধলেশ্বরী নদীতে নিখোঁজ পূর্ণ
প্রকাশ : 2022-07-14 09:58:02১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
শোকে স্তব্ধ মুন্সিগঞ্জ শহরবাসী। পুরো শহরে নেমে এসেছে বিষাদের কালো ছায়া। সকলের মুখে একটাই কথা পাওয়া গেল কি পূর্ণকে?
অনিয়মিত সাহিত্য ও সাংস্কৃতিক গোষ্ঠি'র সাবেক সভাপতি নাট্য সহযোদ্ধা অপুর্ব সুচনা'র এবং ইদ্রাকপুর ১ নং সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জনাব নাহিদা সুলতানা"র একমাত্র সন্তান , ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ এর দশম শ্রেণীর ছাত্র মু.অবয়ব আহমেদ পূর্ন (১৬)
গতকাল বুধবার দুপুরে মুন্সীগঞ্জ লঞ্চ ঘাট প্রান্তে অনাকাঙ্ক্ষিত এক দূর্ঘটনায় ধলেশ্বরী নদীতে ডুবে নিখোঁজ রয়েছে । মুন্সীগঞ্জ লঞ্চঘাট প্রান্তে নদীতে সাঁতার কাটতে নামলে আচমকা ঢেউয়ের স্রোতে নিখোঁজ হয় পূর্ণ।
পরবর্তীতে খবর পেয়ে ঘটনাস্থলে এবং এর আশে পাশে ফায়ার সার্ভিসের ডুবুরিরা উদ্ধার তৎপরতা চালায়। সন্ধ্যার পরে পুনরায় উদ্ধার তৎপরতা শুরু করলেও শেষ পর্যন্ত পূর্ণের কোন সন্ধান পাওয়া যায়নি বলে জানা গেছে।