শোককে শক্তিতে পরিনত করে আমাদের ঘুরে দাঁড়াতে হবে: বাণিজ্যমন্ত্রী  

প্রকাশ : 2022-08-16 19:58:29১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

শোককে শক্তিতে পরিনত করে আমাদের ঘুরে দাঁড়াতে হবে: বাণিজ্যমন্ত্রী  

জাতীয় শোক দিবস, জাতির পিতা বঙ্গবন্ধুর ৪৭তম শাহাদত বার্ষিকী। এই শোককে শক্তিতে পরিনত করে আমাদের ঘুরে দাঁড়াতে হবে। বিএনপি জামায়াত শক্তি আওয়ামীলীগের উন্নয়ন চোখে দেখে না। তারা শুধু শুধু বিথ্যাচার করে চলেছে।

বঙ্গবন্ধুর হত্যার সাথে জিয়া জড়িত। বাংলাদেশ জামায়েতী ইসলামীর আমীর গোলাম আজমের নাগরিকত্ব বাতিল করে দিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আর জিয়াউর রহমান গোলাম আজম কে পাসপোর্ট দিয়ে দেশে আনলেন। এতেই বোঝা যায় তিনি বঙ্গবন্ধুর হত্যার সাথে জড়িত। তিনি আওয়ামী লীগের তৃর্ণমুল নেতা কর্মীদের উদ্দেশ্য বলেন আপনারা আওয়ামী লীগের প্রাণ ভোমরা, আপনারা আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা'র আপদে বিপদে পাশে ছিলেন আগামীতেও পাশে থাকবেন। তৃর্ণমুল নেতা কর্মীরা সংঘটিত থাকলে আওয়ামী আরো এগিয়ে যাবে। বাংলাদেশ আজ বিশ্বের মধ্যে রোল মডেল। এ সরকার উন্নয়নে বিশ্বাসী তাই দেশের সর্বত্র উন্নয়ন করেছে। তা চোখে পড়ার মতো। তবে ইউক্রেন -রাশিয়া যুদ্ধের কারণে দেশে যে দ্রব্য মূল্যর দাম বেড়েছে তা বৈশ্বিক সমস্যা তা এক সময় কেটে যাবে। 

আওয়ামী লীগ কাউনিয়া উপজেলা শাখার আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী টিপু মুন্শি এমপি এসব কথা বলেন। গত সোমবার সন্ধ্যায় কাউনিয়া মোফাজ্জল হোসেন সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম মায়ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ও কোম্পানি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সরদার আব্দুল হাকিম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও শহীদবাগ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হান্নান, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল জলিল, সাইফুল ইসলাম সেলিম, যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম চৌধুরী, শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জমসেদ আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুর রাজ্জাক,বালাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনছার আলী, সাধারণ সম্পাদক দিলদার আলী, মধুপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম, হারাগাছ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াছিন আলী, ছাত্রলীগের সাবেক সভাপতি সুশান্ত সরকার, সাবেক সাধারণ সম্পাদক আশিকুর রহমান প্রমূখ। 

প্রধান অতিথি বাণিজ্যমন্ত্রী আরো বলেন এবারে কাউনিয়ার বেশ কয়েকটি শি¶া প্রতিষ্ঠান এমপিও ভূক্ত করা হয়েছে। অনেক রাস্তা পাকা ও বেশ কয়েক টি সেতু নির্মাণ করা হয়েছে।