শেরপুরে ব্যাতিক্রমধর্মী মকটেল আইল্যান্ড উন্মুক্ত হলো

প্রকাশ : 2022-10-22 15:55:48১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

শেরপুরে ব্যাতিক্রমধর্মী মকটেল আইল্যান্ড উন্মুক্ত হলো

বগুড়ার শেরপুরে  ব্যাতিক্রমধর্মী "মকটেল আইল্যান্ড" সবার জন্য উন্মুক্ত করা হয়েছে। তরুণ উদ্যক্তা নাফিস রহমানের শৈল্পিক সৃষ্টি বগুড়ার শেরপুরে রনবীর নামক এলাকায় করতোয়া বিধৌত ব্রীজের পার্শ্বে প্রাকৃতিক ও মনোরম পরিবেশে "মকটেল আইল্যান্ড" শুক্রবার বিকেল থেকে সবার জন্য উম্মুক্ত করা হয়েছে।

ব্যতিক্রম এই রেস্টুরেন্টটি উদ্বোধন করেন উদ্যক্তা নাফিস রহমান। এই প্রজেক্টের সাথে আর্টিষ্ট রাকিবুল হারিজ, নিরব সরকার, নুসরাত চৈতি, হস্তশিল্পী শহিদুল ইসলাম, কারুশিল্পী নুরুন্নবীসহ সংশ্লিষ্ট শিল্পীগণ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বাংলাদেশে এই প্রথম ৮ টি দেয়াল গ্রাফিটি করা হয়েছে, যার ফলে গ্রামীণ ঐতিহ্য ও ইতিহাস ফুটে উঠেছে রং তুলির ছোঁয়ায়। শিশুদের জন্য রয়েছে বিনোদনের জন্য উপকরণ। 

সুইমিংপুল আর সাথে রয়েছে মজাদার হায়দ্রাবাদী মাসালা চা। চটপটি ও ফুচকার পাশাপাশি, নিরিবিলি প্রাকৃতিক পরিবেশে রয়েছে দেশি ও বিদেশি নানা ধরনের সুস্বাদু রকমারি খাবারের বিপুল সমাহার। নান্দনিক এই "মকটেল আইল্যান্ড" দেখতে আসছে বিভিন্ন এলাকার মানুষ।