শেখ হাসিনাকে ফোন করলেন গ্রিসের প্রধানমন্ত্রী
প্রকাশ : 2022-03-18 20:21:15১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফোনালাপ করেছেন গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিতসুতাকিস। দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের ৫০ বছর পূর্তিতে তারা শুভেচ্ছা বিনিময় করেন।
শুক্রবার (১৮ মার্চ) গ্রিক প্রধানমন্ত্রী বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানান। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বছর গ্রিসের স্বাধীনতার দ্বিশতবার্ষিকীর জন্য সে দেশের প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান।
গ্রিসের প্রধানমন্ত্রী বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করেন। দুই প্রধানমন্ত্রী উভয় দেশের অর্থনীতি ও সমাজের কাছে গ্রিসে বাংলাদেশের প্রবাসী শ্রমিকদের ভূমিকার কথা স্বীকার করেন।
অভিবাসীদের নিয়ে ২০২২ সালের ফেব্রুয়ারিতে উভয় পক্ষের মধ্যে স্বাক্ষরিত চুক্তিতে তারা সন্তুষ্টি প্রকাশ করেন। দুই প্রধানমন্ত্রী নিয়মিত সাংস্কৃতিক আদান-প্রদান এবং মানুষে মানুষে যোগাযোগের গুরুত্বের ওপর জোর দেন।
টেলিফোনে বাংলাদেশে ভ্যাকসিন অনুদানের জন্য ‘টিম ইউরোপ’কে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এছাড়াও দুই নেতা বাণিজ্য সহযোগিতা বাড়ানোর বিষয়ে মতবিনিময় করেন। তারা জাতিসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থায় একে অপরের প্রার্থীতাকে সমর্থন করতে সম্মত হয়েছেন।
এ সময় গ্রিক প্রধানমন্ত্রী পারস্পরিক সুবিধাজনক সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এথেন্স সফরের আমন্ত্রণ জানান। অপরদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও গ্রিক প্রধানমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।