শীতকাল-নিতাই চন্দ্র দাস

প্রকাশ : 2023-01-03 15:21:38১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

শীতকাল-নিতাই চন্দ্র দাস

শীতকাল
        -নিতাই চন্দ্র দাস

পৌষ ও মাঘ এই দুই মাস শীতকাল
কুয়াসায় ঢাকা থাকে শীতের সকাল।
শীতের আমেজ নিয়ে দীর্ঘ প্রতীক্ষা শেষে
হলুদ পাতার ঝরা খামে শীতের চিঠি আসে।
বিশাল প্রান্তরকে মনে হয় কুয়াসার সরোবর
প্রকৃতি যেন ছড়িয়ে দিয়েছে শ্বেত অম্বর।
উত্তরের হিমেল হাওয়ায় হাড় কাঁপানো শীত
বয়স্ক ও খেটে খাওয়া মনুষেরা থাকে ভীত।
বিবর্ণ হলুদ পাতা খসে পড়ে চুপিসারে
গাছের তলায় ছড়ানো পাতা কাঁদে গুমরে।
কোন কোন দিন সূর্যের মুখ যায় না দেখা
প্রকৃতি যেন ঘুমিয়ে থাকে মুড়ি দিয়ে কাঁথা।
ঘাসের উপর শিশির বিন্দু করে ঝলমলে
প্রাতে সূর্য রশ্মি পড়ে মুক্তার মত জ্বলে।
ছোট ছোট ছেলে মেয়েরা খড়কুটো জ্বালি
হিম সকালে উত্তাপ নেয় দিয়ে হাততালি।
সরষে ফুলের সমারোহ বিস্তীর্ণ প্রান্তর জুড়ে
শীতের বুড়ি যেন ঘুমিয়ে হলুদ চাদরে মুড়ে।
শীতকালে কৃষকের ঘরে উঠে আমন ধান
চারদিকে বেজে উঠে কিষাণকিষাণীর গান।
ঘরে ঘরে নবান্নের উৎসবে পড়ে সাড়া
পিঠা-পায়েস খেজুরের রসে সুবাসিত পাড়া।