শিমুলিয়া নদী বন্দর কর্মকর্তার অপসারণ দাবিতে মানববন্ধন

প্রকাশ : 2025-12-13 12:02:24১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

শিমুলিয়া নদী বন্দর কর্মকর্তার অপসারণ দাবিতে মানববন্ধন

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া নদী বন্দর কর্মকর্তা নিয়াজ মোহাম্মদ খানের অপসারণ ও পদ্মার চরে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে স্থানীয় নাগরিক সমাজের ব্যানারে নানা শ্রেণি-পেশার মানুষ মানববন্ধন করেছে। মানববন্ধনে প্রধান বক্তা ছিলেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন। এ সময় তিনি বলেন, শিমুলিয়া ঘাটের বিআইডবিøউটিএ কর্মকর্তা শিক্ষার্থীর গায়ে হাত তোলার মতো জঘন্য কাজ করেছেন। তাকে আগামী সোমবারের মধ্যেই প্রত্যাহার করে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। তা না হলে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে শিমুলিয়া বন্দর কার্যালয় ঘেরাও করা হবে। জনগণ ক্ষুব্ধ হলে তিনি পালানোর পথও পাবেন না।

গতকাল শুক্রবার বিকেলে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাট সংলগ্ন ‌রানীগাঁও এলাকায় জেগে ওঠা পদ্মার চরে বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে চার দফা দাবিতে স্থানীয় নাগরিক সমাজের ব্যানারে  আয়োজিত মানববন্ধনে এ সব কথা বলেন তিনি।
     
তিনি আরও বলেন, রানীগাঁওয়ের মানুষের পূর্বপুরুষের বসতভিটা ছিল এই চরে, সে জায়গা ড্রেজিং করে বালু কেটে বিক্রির পাঁয়তারা চলছে। সরকারের সুবিধা ব্যবহার করে বিশেষ গোষ্ঠীর জন্য বালু ব্যবসার সুযোগ সৃষ্টি করা হবে, এটা কখনোই হতে দেওয়া হবে না। শিমুলিয়া ঘাটে অবৈধ ইজারা, চাঁদাবাজি ও সাধারণ মানুষকে হয়রানির ঘটনাও বন্ধ করতে হবে।
     
গত শনিবার বিআইডবিøউটিএর মাওয়া জোনের বন্দর কর্মকর্তা নিয়াজ মোহাম্মদ খান জোরপূর্বক জেগে ওঠা চর দখলে নিতে ড্রেজিং করে বালু বিক্রির চেষ্টা করছিলেন। এ ঘটনার ভিডিও করে স্থানীয় দুই শিক্ষার্থী। ভিডিও করার অপরাধে দুই ছাত্রের মোবাইল ফোন আটক এবং মারধর করেন এ কর্মকর্তা। 
     
স্থানীয়দের দাবি, ৪০ বছর আগে পদ্মার ভাঙনে রানীগাঁওয়ের পুরনো বসতি নদীগর্ভে বিলীন হয়। দুই বছর আগে পুনরায় চর জেগে উঠলে গ্রামবাসীরা সেখানে কৃষিকাজ ও বসতি পুনর্গঠনের উদ্যোগ নেন। কিন্তু বন্দর কর্মকর্তার দখল প্রচেষ্টায় এলাকাজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
     
শুক্রবার বিকেলে শিমুলিয়ায় ঘাটের রিভার কনটেইনার পোর্ট নির্মাণ ত্বরান্বিত করা, তথাকথিত শিমুলিয়া ঘাটের ইজারা বাতিল, সন্ত্রাসী, দুর্নীতিবাজ বন্দর কর্মকর্তাকে গ্রেপ্তার ও ভূমিদস্যু, বালুদস্যু, চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে প্রায় দেড় ঘণ্টাব্যাপী পদ্মা নদীতে জেগে ওয়হা চরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে শিমুলিয়া ঘাট সংলগ্ন কুমারভোগ ইউনিয়নের রাণীগাঁও ও খড়িয়া গ্রামের ভিটেমাটিহারা কয়েকশ নারী-পুরুষ অংশ নেন।
     
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা বিএনপির সাবেক অর্থবিষয়ক সম্পাদক শেখ মো. কামাল হোসেন, বিএনপি নেতা কাওসার তালুকদার, মোশাররফ হোসেন নসু, সাবেক ছাত্রদল নেতা দেওয়ান জহির আমীন প্রমুখ।