শিমুলিয়া ঘাট ও পদ্মার চরে বিপুল পরিমাণ কারেন্ট জাল ও চায়না দুয়ারি জব্দ
প্রকাশ : 2023-05-23 11:56:36১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
শিমুলিয়া ফেরিঘাট ও পদ্মার চর থেকে বিপুল পরিমাণ কারেন্ট জাল ও চায়না দুয়ারি জাল জব্দ করেছে কোস্টগার্ড।
সোমবার বিকেলে লৌহজং উপজেলার শিমুলিয়া ফেরিঘাট ও পদ্মা সেতুর কাছে মাদারীপুরের শিবচর উপজেলার চর জানাজাত ও সরকারিকান্দার চরে এ অভিযান চালায় সংস্থাটির লৌহজংয়ের পদ্মা স্টেশনের সদস্যরা।
সন্ধ্যায় সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন কোস্টগার্ড ঢাকা জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি। তিনি জানান, অভিযানে বিভিন্ন ট্রলার ও চর থেকে ৪ লক্ষ ২০ হাজার মিটার কারেন্ট জাল ও ৪৩০ পিস অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। জব্দ জালের বাজারমূল্য প্রায় ২০ লাখ টাকা। পরে জব্দ করা জাল লৌহজং উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ফরিদুল ইসলাম ও শিবচর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা ফেরদৌস ইবনে রহিমের নির্দেশে পুড়িয়ে ধ্বংস করা হয়।