শিবচরে সতন্ত্র প্রার্থী কামাল জামান মোল্লার উঠান বৈঠক অনুষ্ঠিত
প্রকাশ : 2026-01-08 16:51:52১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ উপলক্ষে মাদারীপুরের শিবচর উপজেলার মাদবরেরচর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে সতন্ত্র প্রার্থীর উদ্যোগে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।বুধবার মাদবরেরচর ইউনিয়নের মোরল কান্দি গ্রামের খবির মোড়লের বাড়িতে এ উঠান বৈঠক আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর–১ আসন (শিবচর) থেকে সতন্ত্র সদস্য প্রার্থী জনাব কামাল জামান নুরুদ্দিন মোল্লা।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম যুগ্ম আহ্বায়ক জনাব সাজাহান হোসেন সাজু মোল্লা।
উঠান বৈঠকে সভাপতিত্ব করেন ৬ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য জনাব মোঃ খবির মোড়ল।বৈঠকে শিবচর উপজেলা ও মাদবরেচর ইউনিয়নের বিভিন্ন স্তরের নেতাকর্মীসহ নারী-পুরুষ ও নানা পেশার বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আলোচনা করেন। এ সময় নেতাকর্মীরা জনাব কামাল জামান নুরুদ্দিন মোল্লার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন এবং জাহাজ মার্কায় ভোট দিয়ে তাঁকে বিজয়ী করার আহ্বান জানান।