শিবচরে মাদ্রাসা ও এতিমখানা বন্ধের অপচেষ্টা, আলেম সমাজের ঐক্যবদ্ধ থাকার আহব্বান

প্রকাশ : 2025-08-10 18:26:37১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

শিবচরে মাদ্রাসা ও এতিমখানা বন্ধের অপচেষ্টা, আলেম সমাজের ঐক্যবদ্ধ থাকার আহব্বান

জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মাদারীপুর জেলার শিবচরে আব্দুল খালেক চৌধুরী মাদ্রাসা ও এতিমখানা বন্ধের অপচেষ্টার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে স্থানীয় আলেম সমাজ। শনিবার(৯ আগস্ট) সন্ধ্যায় উপজেলার উৎরাইল গ্রামে অবস্থিত মাদ্রাসায় প্রতিবাদ সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিটিশ বিরোধী ফরায়েজী আন্দোলনের অমর নেতা হাজী শরিয়ত উল্লাহর ৭ম বংশধর পীরজাদা হযরত মাওলানা হানজালা।

এসময় বক্তারা বলেন,'দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের উপর যেকোন ধরণের জুলুম-অপচেষ্টা রুখে দিতে আলেম সমাজের লোকজনদের ঐক্যবদ্ধ থাকতে হবে। এগিয়ে আসতে হবে।

প্রধান অতিথির বক্তব্যে পীরজাদা হানজালা বলেন,'উৎরাইলের এই এতিমখানা ও মাদ্রাসার পাশে আমরা রয়েছি। কোন দুষ্কৃতিকারী এই প্রতিষ্ঠানের ক্ষতি করতে আসলে আমরা সকলকে নিয়ে রুখে দাঁড়াবো। এখানে ছোট ছোট বাচ্চারা কুরআন শিক্ষা নিচ্ছে। এই প্রতিষ্ঠানের দায়িত্ব এখন আমাদের। কেউ যদি প্রতিষ্ঠানের কোন ক্ষতি করতে আসে তবে তাদের রুখে দিতে হবে।'

মাদ্রাসার দায়িত্বররত প্রধান হুজুর রোকন উদ্দিন জানান,'জমি সংক্রান্ত বিরোধ নিয়ে মাদ্রাসা প্রতিষ্ঠার পর থেকেই স্থানীয় সালাউদ্দিন চৌধুরীর স্ত্রী রত্মা বেগম স্বামীকে প্ররোচিত করে একটি সংঘবদ্ধ চক্র মাদ্রাসায় একবার তালাবদ্ধ করে। এবং দুইবার গভীররাতে আগুণ ধরিয়ে দেবার চেষ্টা করে। এরপর মাদ্রাসার শিক্ষকের নামে একাধিক মিথ্যা মামলা দায়ের করে হয়রানি করছেন। মাদ্রাসাটি যাতে বন্ধ হয়ে যায় এই অপচেষ্টা করে যাচ্ছে চক্রটি।'

প্রতিবাদ ও আলোচনা সভায় স্থানীয় আলেম সমাজ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে রত্মা বেগম বাদী হয়ে মাদ্রাসা প্রতিষ্ঠাতা বোরহান উদ্দিন চৌধুরী ও তার পরিবারের সদস্যসহ মাদ্রাসার দায়িত্বর শিক্ষক রোকন উদ্দিনের নামে একাধিক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে যাচ্ছে বলে অভিযোগ রয়েছে।