শিবচরে দাদা ভাই উপশহরের প্লট বরাদ্দের লটারী অনুষ্ঠিত

প্রকাশ : 2022-03-25 18:42:07১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

শিবচরে দাদা ভাই উপশহরের প্লট বরাদ্দের লটারী অনুষ্ঠিত

মাদারীপুরের শিবচরে দাদা ভাই উপশহর আবাসিক জোন উন্নয়ন শীর্ষক প্রকল্পের (৩ য় পর্যায়) আবাসিক প্লট বরাদ্দের লটারী অনুষ্ঠিত হয়েছে। 

জানা যায়, শিবচর পৌরসভার সম্মেলন কক্ষে দাদা ভাই উপশহর আবাসিক জোন উন্নয়ন শীর্ষক প্রকল্পের (৩ য় পর্যায়) আবাসিক প্লট বরাদ্দের লটারী বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। এ পর্যায়ে সরকারী, আধা সরকারী ও স্বায়ত্বশাসিত সংস্থার চাকুরীজীবি, বেসরকারী চাকুরীজীবী, বিদেশে কর্মরত অয়েজ আর্নার, ব্যবসায়ী/শিল্পপতি, জমি হুকুম দখলে ক্ষতিগ্রস্থ ব্যাক্তি, মুক্তিযোদ্ধা, সাংবাদিক/সাহিত্যিক/শিল্পি/ক্রীড়া ব্যক্তিত্ব, প্রশাসনিক মন্ত্রনালয়/জাতীয় গ্রহায়ন কর্তৃপক্ষ ও অন্যান্য কোঠায় মোট ৪ শ ১৯ টি আবেদন করা হয়। এর মধ্যে লটারীর মাধমে  ৫ কাঠা ও ৩ কাঠার ১ শ ১১ টি প্লট বরাদ্দ দেয়া হয়। 

এসময় মাদারীপুর জেলা পরিষদ চেয়ারম্যান মুনির চৌধুরী, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের সচিব মোহাম্মদ উল্লাহ, নির্বাহী প্রকৌশলী মো: মোরশেদ মাহমুদ, ভূমি ও সম্পত্তি ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আশরাফ হোসেন, শিবচর পৌরসভার মেয়র মো: আওলাদ হোসেন খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আসাদুজ্জামান, ওসি মো: মিরাজ হোসেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহজাহান মোল্লা, পৌরসভা আওয়ামী লীগ সভাপতি তোফাজ্জেল হোসেন খান প্রমূখ উপস্থিত ছিলেন।