শিবচরে চোকদার হত্যা মামলার আসামী গ্রেফতার 

প্রকাশ : 2021-12-09 15:06:49১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

শিবচরে চোকদার হত্যা মামলার আসামী গ্রেফতার 

মাদারীপুরের শিবচরে চাঞ্চল্যকর দাদন চোকদার হত্যা মামলার এজাহারভুক্ত আসামি আরমানকে ঢাকা থেকে গ্রেফতার করেছে শিবচর থানা পুলিশ। গতকাল বুধবার সকাল ১০টার দিকে রাজধানীর কাপ্তান বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে রাত ৮ টার দিকে শিবচর থানায় তাকে আনা হয়। তিনি মামলায় এজাহারভুক্ত ১৩ নম্বর আসামি।

আজ বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টার দিকে শিবচর থানার ওসি গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। গ্রেফতারকৃত আরমান শিবচর পৌরসভার ৮ নং ওয়ার্ডের পূর্ব শ্যামাইল গ্রামের মৃত ছামাদ শেখের ছেলে।

শিবচর থানা সূত্রে জানা যায়, শিবচর পৌরসভার ৮ নং ওয়ার্ডের পূর্ব শ্যামাইল গ্রামের মৃত আদম চোকদারের ছেলে দাদন চোকদারের সাথে জমিজমাসহ বিভিন্ন সমস্যা নিয়ে পার্শ্ববর্তী সেলিম শেখের সাথে গত ১ বছর ধরে দ্বন্দ্ব চলে আসছিল। এই দ্বন্দ্বের জেরে গত ১ বছর আগে একটি মারামারি হয়।

পরে এ ঘটনায় আদালতে একটি মামলা হয়। সম্প্রতি দাদন চোকদারের পক্ষে মামলায় রায় দেয় আদালত। কিন্তু অভিযুক্ত সেলিম সেখসহ তার ছেলে ও ভাতিজারা সে রায় মেনে না নিয়ে দাদন চোকদারকে হত্যার হুমকি দেয়। পরে (২৩ নভেম্বর) দুপুরে দাদন চোকদার শিবচর বাজার থেকে ভ্যানযোগে সেলিম সেখের বাড়ির সামনে দিয়ে তার নিজ বাড়ি যাওয়ার পথে প্রতিপক্ষ সেলিম শেখ, মেহেদি মাদবর, নজরুল শেখসহ এজাহার নামীয় আসামীসহ অজ্ঞাত আসামিরা তাকে ভ্যান থেকে নামিয়ে রাস্তার উপর ফেলে এলোপাথাড়ি কোপাতে থাকে।