শিবচরে অগ্নিকাণ্ডে একটি বসদ ঘর সহ তিনটি ঘর পুড়ে ছাই
প্রকাশ : 2023-11-10 10:40:10১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
মাদারীপুরের শিবচর উপজেলার কাদিরপুর ইউনিয়নে মীর বাড়িতে আগুন লাগে একটি বসদ ঘর সহ তিনটি ঘর পুড়ে ছাই।ঘটনা ও স্থানীয় সূত্রে জানা যায় (৯ই নভেম্বর) বৃহস্পতিবার সকাল ১০-৩০টায় মাদারীপুর জেলার শিবচর উপজেলার কাদিরপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মীর কান্দি গ্রামের মৃত মীর আঃ ছোবাহানের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে । এতে একটি বসদ ঘর সহ তিনটি ঘর পুড়ে যায়।
ক্ষতিগ্রস্ত পরিবার জানায় হঠাৎ করে আমাদের রবিশস্য ঘরে আগুন দেখে চিৎকার করতে করতে আমাদের একটি বসদ ঘর সহ আরো দুটি ঘরে আগুন ছড়িয়ে পড়ে এক মুহূর্তে আগুন আমাদের তিনটি ঘর পুড়ে যায় মসজিদের মাইকে ঘোষণা হয় আগুন লেগেছে মীর বাড়িতে এ সংবাদ শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করে।
স্থানীরা জানান আগুনের সূত্রপাত দেখে শিবচর ফায়ার সার্ভিসের খরব দিলে মোঃ তরুণ মিয়ার নেতৃত্বে একটি ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে পৌঁছে দুই ঘণ্টায় চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি প্রায় ৮ লক্ষ টাকার উপরে ক্ষয়ক্ষতি হয়েছে , ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য মীর এনায়েত বলে আমার বাবা মারা যায় ছয় মাস আগে আমাদের নিজেদের ও বর্গা জমি চাষ করে বেশ কিছু রবিশস্য ও পাট পেয়েছি ,দাম কম থাকায় পাট ও রবিশস্য বিক্রি না করে ঘরে মজুত রাখছিলাম একটু বেশি দামে আশায় , বুকটা ফেটে যায় এত কষ্টের ফসল গুলো এভাবে পুরে যেতে দেখে,এতে আমাদের সব মিলিয়ে প্রায় ৮ লক্ষ টাকার উপরে মালামাল পুড়ে ছাই হয়ে গেছে তাতে আমার ৮ লক্ষ টাকার উপরে ক্ষয়ক্ষতি হয়েছে।
মীর আঃ ছোবাহানের সেঝো ছেলে মীর বেলায়েত হোসেন বলেন আমাদের তেমন কোন আয়ের রাস্তা নেই আমরা দুই ভাই প্রতিবন্ধী ( পায়ে) সমস্যা তাই বর্গা জমি চাষ করে বছর শেষে যা পাই তা দিয়ে আমাদের অভাবে সংসার চলে কিন্তু পাটের দাম কম থাকায় পাট গুলো পরে বিক্রি করার জন্য রেখে দিয়েছি দাম বাড়লে বিক্রি করবো । কিন্তু আল্লাহ তাআলা আমাদের অভাবের সংসারে, আগুনে সব পুরিয়ে দিল আমরা নিঃস্ব হয়ে গেলাম।
ই