শিবগঞ্জে কিচক রাইয়্যান মডেল একাডেমীর এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
প্রকাশ : 2022-06-15 19:15:05১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক রাইয়্যান মডেল একাডেমীর ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে অত্র স্কুলের প্রধান শিক্ষক মোঃ শাহাদৎ হোসেনের সভাপতিত্বে স্কুল অডিটোরিয়ামে অনুষ্ঠিত বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কিচক রাইয়্যান মডেল একাডেমীর প্রতিষ্ঠাতা পরিচালক বিশিষ্ট শিক্ষাবিদ আলহাজ্ব এমরান আলী সরকার।
মাস্টার নুর আলমের পরিচালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অত্র স্কুলের শিক্ষক মেহেদুল ইসলাম, অফিস পরিচালক মোঃ জুয়েল চৌধুরী টুকু, ধাওয়াগীর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শহিদুল ইসলাম, কিচক মমতাজুর রহমান কেজি এন্ড হাইস্কুলের শিক্ষক মোঃ সেকেন্দার আলী, সাংবাদিক খলিলুর রহমান আকন্দ, অভিভাবক মোঃ অফিজার রহমান, মোঃ জমসেদ আলী প্রমুখ।
পরে বিদায়ী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরষ্কার বিতরন ও দোয়া খায়ের অনুষ্ঠিত হয়।