শিবগঞ্জে অগ্নিকান্ডে বসতবাড়ি গোবাদি পশুসহ আসবাবপত্র পুড়ে ছাই
প্রকাশ : 2021-03-25 14:43:20১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
বগুড়ার শিবগঞ্জে মশার কয়েল থেকে সৃষ্ট ভয়াবহ আগুনে কৃষকের ৩টি বসতবাড়ি, নগদ টাকা ও আসবাবপত্রসহ ১৩ টি গরু ছাগল পুড়ে ছাই হয়ে গেছে।
এ ঘটনায় অগ্নিদগ্ধ বাড়ির মালিক কৃষক সাইদ জামান মন্ডল(৫৫) কে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার রাত সাড়ে ৩ টার দিকে উপজেলার মোকামতলার মুরাদপুর মধ্যপাড়ার মৃত সমছের আলীর ছেলে সাইদ জামান মন্ডলের বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
আহত সাইদ জামানের ছেলে মাহমুদুল হাসান জানান, রাতে মশার কয়েল থেকে বৈদ্যুতিক তারে আগুন লেগে যায়। পরে পুরো বাড়ি আগুনে ছেয়ে গেলে দমকল বাহিনীকে খবর দেয়া হয়। কিন্তু দমকল এসে পৌঁছানোর আগেই ৩ টি টিনের ঘর, ৩ টি গরু, ১০ টি ছাগল, আসবাবপত্র ও টাকা পয়সা পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ৬/৭ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলেও জানান তিনি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মোকামতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোখলেছার রহমান খলিফা জানান, কৃষক সাইদ জামানের বাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ইউএনও মহোদয়কে জানানো হয়েছে। আমি ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারকে ব্যক্তিগত তহবিল থেকে সহযোগিতা করেছি।