শিবগঞ্জ সদর ইউনিয়নে পুলিশিং ওপেন হাউজ ডে অনুষ্ঠিত 

প্রকাশ : 2022-09-28 19:31:29১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

শিবগঞ্জ সদর ইউনিয়নে পুলিশিং ওপেন হাউজ ডে অনুষ্ঠিত 

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় পুলিশিং সেবা মানুষের দোরগোড়ায় পৌছানোর লক্ষ্যে শিবগঞ্জ সদর ইউনিয়ন বিট-পুলিশিং এর আয়োজনে ওপেন হাউজ ডে বুধবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে ইউনিয়ন পরিষদ চত্বরে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বদিউজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার শিবগঞ্জ সোনাতলা (সার্কেল) তানভীর হাসান ৷ বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন শিবগঞ্জ থানার অফিসার ইনর্চাজ (ওসি) মনজুরুল আলম ৷ আরও বক্তব্য রাখেন শিবগঞ্জ সদর ইউপি'র দায়িত্বপ্রাপ্ত বিট অফিসার এসআই আইনুল হক  ও এএসআই আব্দুল মোসিন৷গুজিয়া কনফিডেন্স পাবলিক স্কুলের পরিচালক শাহিনুর ইসলাম এর সঞ্চালনায় 

এসময়ে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু জাফর মন্ডল, ইউনিয়ন যুবলীগের সভাপতি সাফিউল ইসলাম সাফি, ছাত্রলীগ নেতা চয়ন ইউনিয়ন আনছার কমান্ডার ফয়সাল সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।