শিবগঞ্জ  মুক্তিযোদ্ধাদের মাঝে ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট কার্ড বিতরণ

প্রকাশ : 2022-09-26 20:11:24১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

শিবগঞ্জ  মুক্তিযোদ্ধাদের মাঝে ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট কার্ড বিতরণ

বগুড়ার শিবগঞ্জ উপজেলার জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট কার্ড বিতরণ করা  হয়েছে। ২৬  (সেপ্টেম্বর) সোমবার দূপূর ১২টায় শহীদ হাফিজার রহমান অডিটোরিয়ামে ১৩০ জন বীর মুক্তিযোদ্ধাদের মাঝে প্রধান অতিথির হিসাবে উপস্থিত থেকে স্মার্ট কার্ড বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম সম্পা। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তা, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক, সাবেক উপজেলা চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম ফকির, সৈয়দ শাহাজাদা চৌধুরী, মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল বারী, ইউপি চেয়াম্যান  আহসান হাবিব সবুজ, রেজাউল করিম চঞ্চল, জাহিদুল ইসলাম প্রমুখ।