শিবগঞ্জ থানা পুলিশের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত 

প্রকাশ : 2022-05-01 08:37:52১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

শিবগঞ্জ থানা পুলিশের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত 

বগুড়ার শিবগঞ্জ থানার আয়োজনে  থানা চত্বরে  দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার ইফতার পূর্ব এক আলোচনা সভা থানা অফিসার ইনচার্জ দীপক কুমার দাস এর সভাপতিত্বে অনুষ্ঠিত  সভায়  প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী বিপিএম। 

এ সময় উপস্থিত ছিলেন জেলা সুপার এর সহ-ধর্মীনি এ.আই.জি ক্রাইম পুলিশ হেড কোয়াটার ঢাকা সুনন্দা রায়, অতিরিক্ত পুলিশ সুপার ডি.এস.বি মোতাহার হোসেন, উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম সম্পা, সহকারী পুলিশ সুপার (শিবগঞ্জ) সার্কেল তানভীর আহমেদ, উপজেলা আওয়ামীলীগ সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তা, সাবেক সভাপতি  আজিজুল হক,  উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক,  উপজেলা ভাইস চেয়ারম্যান রিজ্জাকুল ইসলাম রাজু, ফাহিমা আক্তার, ইউপি চেয়ারম্যান এবিএম শাহজাহান চৌধুরী, জাহিদুল ইসলাম, রেজাউল করিম চঞ্চল, আব্দুল মোত্তালিব,শফিকুল ইসলাম শফি, পুলিশ পরিদর্শক (তদন্ত) হাসমত উল্লাহ, মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্র ইনচার্জ আলমগীর হোসেন, পৌর আওয়ামীলীগ সভাপতি আমিনুল হক দুদু, উপজেলা কৃষক লীগ সভাপতি লুৎফর রহমান, সাধারণ সম্পাদক শাহিনুর মাস্টার।