শিবগঞ্জ গ্লোবাল মডেল স্কুলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

প্রকাশ : 2022-12-27 10:42:29১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

শিবগঞ্জ গ্লোবাল মডেল স্কুলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

বগুড়া শিবগঞ্জ উপজেলার পিরব ইউনিয়নে অবস্থিত সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান গ্লোবাল মডেল স্কুলে বার্ষিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে  পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার ( ২৬ ডিসেম্বর) সকালে স্কুলের সভাপতি জনাব মোঃ সিরাজুল হক এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বগুড়ার আর্মড পুলিশ ব্যাটেলিয়ন স্কুল এন্ড কলেজের এর  সহকারী অধ্যাপক জনাব সৈয়দ মোস্তফা কামাল। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন সোনার বাংলা গড়তে পিতা-মাতার সর্বশ্রেষ্ঠ সম্পদ সন্তানের প্রতি আরোও যত্নবান এবং ভালো বিদ্যালয় ও ভালো শিক্ষকের সংস্পর্শে নিয়ে আসার উদাত্ত আহ্বান জানান। বাসযোগ্য সমাজ ও দেশ গড়তে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রতি সকলকেই আরোও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। তাহলে তারা উচ্চ শিক্ষিকতার সাথে ভালো মানুষ হতে পারবে। পরিবার ও দেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাবে ।শান্তি নিশ্চিত হবে সবখানে বলে আশাবাদ ব্যক্ত করেন। তিনি আরো বলেন কীর্তিমানের মৃত্যু নেই প্রবাদকে বুকে ধারণ করে সংবর্ধিত শিক্ষার্থীরা উচ্চশিক্ষিত ও ভালো মানুষ হবার আজ প্রেরণা পেয়েছে প্রত্যন্ত গ্রাম অঞ্চলে থেকেও । 

সংবর্ধিত ও ভালো ফলাফলকারী শিক্ষার্থীদের অভিভাবকগণ গ্লোবাল মডেল স্কুলের পরিচালক, শিক্ষক মন্ডলী ও উদ্যোক্তাগণকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এই বলে যে, শহরের ন্যায় তাদের নিকটেই উন্নত মানের বিদ্যালয় আজ তাদের সন্তানদের উচ্চ শিক্ষিত ও ভালো মানুষ হবার প্রেরণা, স্বপ্ন যুগিয়েছে। অত্র প্রতিষ্ঠানের পরিচালাক শফিক সরদারের পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিদ্যালেয়ের  সহ-সভাপতি জনাব আলহাজ্ব মোঃ আব্দুস সাত্তার, প্রধান শিক্ষক জনাব শাহজাদা কামাল হাসান শাওন। এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের উদ্যোক্তা জনাব মাসুদুর রহমান মাসুদ, আলহাজ্ব মোঃ বুলু সরদার ,বায়েজিদ বোস্তামী, হামিদুর রহমান ,মুনসুর রহমান, প্রাক্তন প্রধান শিক্ষক দেলবর আলীসহ সকল শিক্ষক-শিক্ষিকা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের শুরুর লগ্ন থেকে অদ্যবধি নিরলস, নিষ্ঠা ও অনেক ত্যাগ দেখানোসহ ভালো ফলাফলে প্রত্যক্ষ- পরোক্ষ ভূমিকা রাখায় তিনজন শিক্ষক জনাব মোঃ আমিনুল ইসলাম, মোঃ শাহিনুর রহমান শাহিন ,মোছাঃ মেরিনা খাতুন কে আদর্শ শিক্ষক সম্মাননা স্মারক প্রদান করা হয়।