শিবগঞ্জ আইডিয়াল ক্লাবের উদ্দ্যেগে শর্টপিচ টুর্নমেন্ট উদ্বোধন
প্রকাশ : 2026-01-19 16:59:23১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
বগুড়ার শিবগঞ্জ উপজেলার দেউলী ইউনিয়নে লক্ষীকোলা ফকিরপাড়া আইডিয়াল ক্লাবের উদ্যোগে শর্টপিচ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। রবিবার রাত ৯ টায় লক্ষীকোলা ফকিরপাড়া প্রাথমিক বিদ্যালয় মাঠে খেলার উদ্বোধন করেন উপজেলা শ্রমিক দলের সভাপতি রেজাউল ইসলাম। দেউলী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক শাহাজুল ইসলাম (সাজু) এর সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা দলের সভাপতি মিনারা বেগম, দেউলী ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক নূর আলম, দেউলী ইউনিয়ন বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক এইচ.এম ওয়াদুদ, ০৯ নং ওয়ার্ড যুব দলের সভাপতি ইউসুফ খন্দকার। এসময় উপস্থিত ছিলেন পৌর মহিলা দলের সভাপতি সুলতানা, দেউলী ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সভাপতি আহসান হাবিব, সাংগঠনিক সম্পাদক ময়েন আলী, দেউলী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আহসান হাবিব হাসান, সহ সভাপতি শাহরিয়ার হোসেন রাব্বি, বিএনপি নেতা নুরুল ইসলাম প্রমূখ।