শিবগঞ্জে ৩০০ পরিবারকে নগদ ৬০ লক্ষ টাকা অনুদান  প্রদান 

প্রকাশ : 2025-11-09 17:58:44১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

শিবগঞ্জে ৩০০ পরিবারকে নগদ ৬০ লক্ষ টাকা অনুদান  প্রদান 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সার্বিক সহযোগিতায় ও অধ্যক্ষ মীর শাহে আলম এর প্রচেষ্ঠায় বগুড়া শিবগঞ্জ  আল মানাহিল ওয়েলফেয়ার ফাউন্ডেশন বাংলাদেশ এর আয়োজনে ৩০০ অসহায় হতদরিদ্র পরিবারকে নগদ ৬০ লক্ষ আর্থিক অনুদান  প্রদান করা হয়েছে। 

অনুষ্ঠানে স্থানীয়ভাবে বাছাই করা ৩০০টি হতদরিদ্র পরিবারকে (যার মধ্যে ইমাম ও মুয়াজ্জিনরাও অন্তর্ভুক্ত) প্রত্যেকে ২০ হাজার টাকা করে নগদ সহায়তা প্রদান করা হয়। এই বিপুল অঙ্কের অনুদান পেয়ে অসহায় মানুষেরা আবেগাপ্লুত হয়ে পড়েন এবং তাদের জীবনে সাময়িক স্বস্তি ও আশা ফিরে আসে।

রবিবার সকাল ১১টায় শিবগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি, শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এবং সাবেক উপজেলা চেয়ারম্যান মীর শাহে আলম।

অনুষ্ঠানে আল-মানাহিল ওয়েলফেয়ার ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান আলহাজ্ব মাওলানা মোঃ হেলাল উদ্দিন বিন জমির উদ্দিন প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এসময় তিনি শিবগঞ্জ উপজেলায় একটি ইসলামিক সেন্টার স্থাপনের ঘোষণা দেন।

উপকারভোগীদের হাতে অর্থ সহায়তা তুলে দেওয়ার সময় উপস্থিত ছিলেন আল মানাহিল ওয়েলফেয়ার ফাউন্ডেশন বাংলাদেশের কর্মকর্তা মোঃ আখলাছুর রহমান, মিরাজ হোসেনসহ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।