শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত বোন, আহত ভাই
প্রকাশ : 2024-12-20 18:50:38১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
বগুড়া শিবগঞ্জ উপজেলার মহাস্থানে ঢাকা-রংপুর মহাসড়কে রাস্তা পারাপারের সময় দুর্ঘটনায় বোন নিহত ও ভাই আহতর খবর পাওয়া গেছে।শুক্রবার দুপুর ১২ টায় অজ্ঞাতনামা ট্রাকের চাপায় এই দুর্ঘটনা ঘটে।নিহত হলেন, মোছাঃ বৃষ্টি বেগম (২৫) ও আহত মোঃ সালমান (৮) উভয়ের পিতা মোঃ সাখাওয়াত হোসেন তাদের বাড়ি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানায়।জানাযায় তারা দুই জন আপন ভাই-বোন মহাস্থান মাজার জিয়ারত করতে এসে রাস্তা পারাপারের সময় উক্ত দুর্ঘটনার স্বীকার হন। নিহত বৃষ্টি বর্তমানে টিএমএসএস হাসপাতালে, আহত মোঃ সালমান, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে চিকিৎসাধীন আছেন।মহাস্থান এলাকা বাসি সহ সর্ব সাধারনের দাবি একটাই আর কতটা প্রান গেলে থামবে এই জায়গার সড়ক দুর্ঘটনা এইস্থানে বার বার কেন দুর্ঘটনা ঘটছে সেই বিষয়ে যথাযথ কর্তৃপক্ষের তদন্ত পুর্বক ব্যবস্থা গ্রহণ করার জন্য এলাকা বাসি অনুরোধ করছে।