শিবগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সবুজ-সম্পাদক সাইদুর
প্রকাশ : 2022-05-19 21:26:09১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
বগুড়ার শিবগঞ্জে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ শিবগঞ্জ উপজেলা শাখার আয়োজনে ত্রি-বার্ষিক সম্মেলন বৃহস্পতিবারে উপজেলা পরিষদ কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলন সভাপতিত্বে করেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আহসান হাবিব সবুজ। এই সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ম. আব্দুর রাজ্জাক। সম্মলেন উদ্বোধন করেন জেলা স্বেচ্ছাসেবক লীগ এর সভাপতি ভিপি সাজেদুর রহমান সাহীন, প্রধান বক্তা ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক জুলফিকার রহমান শান্ত। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তা, সাধারণ সম্পাদক পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক, স্বেচ্ছা সেবকলীগ নেতা শাহ জালাল মুকুল ভিপি, ইঞ্জিঃ কোবাদ হোসেন, এ্যাডঃ উজ্জ্বল প্রসাদ কানু, মেহেদী হাসান রবিন, স্বেচ্ছা সেবকলীগ নেতা মহিদুল ইসলাম, উপজেলা স্বেচ্ছা সেবক লীগ সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান রিজ্জাকুল ইসলাম রাজু। এ রিপোর্ট লেখা পযর্ন্ত সম্মেলন চলছিল। দ্বিতীয় অধিবেশনে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আহসান হাবিব সবুজকে এবং সাইদুর রহমানকে সাধারন সম্পাদক হিসাবে নির্বাচিত করা হয়।