শিবগঞ্জে ময়দানহাট্টা ইউনিয়নে নাগরিক ঐক্য’র সম্মেলন অনুষ্ঠিত
প্রকাশ : 2022-03-16 19:47:18১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
বগুড়ার শিবগঞ্জ উপজেলার ময়দানহাট্টা ইউনিয়নের নাগরিক ঐক্য’র সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১৬মার্চ বুধবার বিকেলে মখুরজান সরকারি বিদ্যালয়ের মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
ময়দানহাট্টা ইউনিয়ন নাগরিক ঐক্য'র আহ্বায়ক সাইদুর রহমানের সভাপতিত্বে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাগরিক ঐক্য শিবগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক মো.শহিদুল ইসলাম।
এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নাগরিক ঐক্য’র শিবগঞ্জ উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক আব্দুল বাছেদ বাদশা। ময়দানহাট্টা ইউনিয়ন নাগরিক ঐক্য'র কার্যনির্বাহী সদস্য মাহবুব মোর্শেদ হিরা'র সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন নাগরিক ঐক্য’র শিবগঞ্জ উপজেলা শাখার কার্যনির্বাহী সদস্য সৈকত আমীন বিদ্যুৎ, আব্দুল ওয়াহাব ও মো. সাদ্দাম হোসেন, সাইদুর রহমান সাগর।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন শিবগঞ্জ যুব নাগরিক ঐক্য'র আহ্বায়ক অমিত হাসান। এসময় উপস্থিত ছিলেন নাগরিক ঐক্য শিবগঞ্জ সদর উপজেলা শাখার সভাপতি মো. আব্দুল আলিম প্রধান, সহ- সভাপতি হারুনুর রশিদ সাধারণ সম্পাদক লুৎফর রহমান সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন, আটমুল ইউনিয়ন সভাপতি শাহিনুর ইসলাম,
পরে সর্ব সম্মতিক্রমে মোঃ মাহবুব মোর্শেদ হিরাকে সভাপতি, মোঃ মজিবুর রহমান মন্ডল সহ- সভাপতি, মোঃ জহুরুল ইসলাম সাধারণ সম্পাদক, মাহবুবু হাসান মিন্টু যুগ্ন সাধারণ সম্পাদক, রশিদুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক ও মোঃ আব্দুস সামাদ প্রচার সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট ময়দানহাট্টা ইউনিয়ন কমিটি ঘোষণা করা হয়।